এইমাত্র
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    অনুশীলনে চোট রিয়াদের, বিশ্রামে সাকিব

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ অক্টোবর ২০২৩, ১০:৪৮ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ অক্টোবর ২০২৩, ১০:৪৮ এএম

    অনুশীলনে চোট রিয়াদের, বিশ্রামে সাকিব

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ অক্টোবর ২০২৩, ১০:৪৮ এএম

    ভারতের গুয়াহাটিতে গতকাল রোববার ছিল জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। এদিন আসেন চারজন ক্রিকেটার, তাদের একজন ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই ব্যাটার অনুশীলনের সময় হাতে ব্যথা পেয়েছেন। থ্রোয়ারের একটি বল তার হাতে লাগার পর আর অনুশীলন করেননি তিনি। তার চোট কতটা গুরুতর তা অবশ্য জানা যায়নি।

    এদিকে সোমবার ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচে বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও ছিলেন না তিনি। যদিও আফগানিস্তানের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে কোনো সংশয় নেই। আজ সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে খেলতে পারে বাংলাদেশ দল।

    শ্রীলঙ্কার বিপক্ষে রানে ফেরা লিটন দাসের সামনে সুযোগ মূল পর্বে মাঠে নামার আগে নিজেকে ফের যাচাই করে নেওয়া। তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের সামনেও আছে একই সুযোগ। দলের সব ক্রিকেটারই পাবেন নিজেদের প্রমাণের যথেষ্ট সুযোগ।

    এদিকে দীর্ঘ ভ্রমণক্লান্তি নিয়ে প্রস্তুতিপর্ব খেলতে গুয়াহাটি গিয়েছিল ইংল্যান্ড। তবে এখনও শান দিতে পারেনি নিজেদের ব্যাটে-বলে। প্রথম প্রস্তুতি ম্যাচ ভারতের সঙ্গে খেলার কথা ছিল। তবে বৃষ্টির কারণে ভেস্তে যায় সেই ম্যাচ। ফলে মূল পর্বে মাঠে নামার আগে নিজেদের শানিয়ে নেওয়ার এটাই একমাত্র সুযোগ ইংল্যান্ডের সামনে।

    ইংলিশদের বিপক্ষে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ শিবিরে থাকবে পর্যাপ্ত আত্মবিশ্বাস। এই ম্যাচের পরই লাল-সবুজের প্রতিনিধিরা নামবে বিশ্বকাপের মূল পর্বে। এর আগে অবশ্য নিজেদের ভুলত্রুটি কাটিয়ে তুলতে চার দিন সময় পাবে। তবে থাকবে না ম্যাচ খেলার সুযোগ। তাই এই ম্যাচেই নিজেদের সম্ভাব্য সেরা কম্বিনেশন খুঁজে নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…