পটুয়াখালীতে ভুয়া ডিবি পরিচয়ে ৪ জন ডাকাতকে গ্রেপ্তারসহ ৪ লক্ষাধীক টাকা উদ্ধার করেছে দুমকী থানা পুলিশ। সোমবার (০২ অক্টোবর) বেলা ১টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত খলিলুর রহমান, মোঃ রিপন সিকদার, মোঃ রুবেল বিশ্বাস ও মোঃ কাওসার সিকদারের বাড়ী পটুয়াখালী জেলায়। রবিবার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের সময় তাদেরকে দুমকী উপজেলা লেবুখালী টোল প্লাজা এলাকায় অবস্থানকালীন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি সাদা মাইক্রো গাড়ীসহ ডিবি পুলিশ লেখা কোটি এবং অন্যান্য সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
পুলিশ সুপরা আরও জানান, তারা দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে বিভিন্ন সময়ে মানুষের কাছে থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, ডিবি ওসি নাজমুলন হুদা, দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল হান্নানসহ পুলিশের অন্যানয় কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এআই