দেশ বরণ্য জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর দুটি ফেজবুক পেজই হ্যাকারের দখলে বলে জানা গেছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সোমবার ( ২ অক্টোবর) মধ্যরাত ১টা ৪৪ মিনিটে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে তার পেজ হ্যাকিংয়ের কথা শেয়ার করেন। এর জন্যে মধ্যরাতে তিনি ভক্তদের কাছে সাহায্যের আকুতিও জানিয়েছেন । একইসঙ্গে বিপদে ফেলা হ্যাককারীর তথ্য জানলে তাকে জানানোর সাহায্যের আবেদন করেছেন তিনি।
ফাহমিদা নবী জানান, নিজের ফেসবুক পেজ থেকে সংগীতশিল্পীকে ইতোমধ্যে ব্লকও করে দেয়া হয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে এই পেইজ দুটো থেকে ফাহমিদা নবী হয়ে যে কমেন্ট বা উত্তর দেবেন তিনিই সম্ভত তার ফেসবুক হ্যাককারী।
সংগীত শিল্পী ফাহমিদা নবীর সেই ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-
আমি খুবই বিপদে পড়েছি।
আমার দুটো পেইজ কে বা কারা আমাকেই ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছি না। পেইজ হ্যাক হয়েছে। এই মুহূর্তে এই পেইজ দুটো থেকে আমি হয়ে যদি কেও কোন কমেন্ট বা উত্তর দেয়, বুঝে নেবেন সে আমার এই সর্বনাশ করেছে এবং দয়া করে রিপোর্ট করবেন।
উদ্ধারের উপায় খুঁজছি …।