এইমাত্র
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    স্থলবন্দর চেয়ারম্যানের বেনাপোল বন্দর পরিদর্শন ও মতবিনিময়

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ অক্টোবর ২০২৩, ১২:৫২ এএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ অক্টোবর ২০২৩, ১২:৫২ এএম

    স্থলবন্দর চেয়ারম্যানের বেনাপোল বন্দর পরিদর্শন ও মতবিনিময়

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ অক্টোবর ২০২৩, ১২:৫২ এএম

    বাংলাদেশ ও ভারতের মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির গতিশীলতা, রাজস্ব বৃদ্ধি, স্থলবন্দরের জায়গা সংকট, যানজট নিরসন, ইকুপমেন্টসসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নের লক্ষে বেনাপোল স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বন্দরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী।

    পরে তিনি চেকপোস্ট প্যাসেজ্ঞার টার্মিনালের সম্মেলন কক্ষে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সাথে সমস্যা সমাধান ও উন্নয়ন অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভা করেন।

    তিনি সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেনাপোল স্থলবন্দরকে একটি আধুুনিক ও স্মার্ট পোর্ট হিসেবে গড়ে তুলতে বন্দরের সর্বস্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, বন্দর ব্যবহারকারীগণ, ব্যবসায়ীদের আন্তরি সহযোগিতা কামনা করেন। বন্দরের সার্বিক কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার লক্ষে বেনাপোল স্থলবন্দরকে আন্তর্জাতিক মানের এবং যুগোপযোগী বন্দর হিসেবে গড়ে তোলার জন্য বিদ্যমান সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ গস্খহণের এবং উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের আশ^াস দেন।

    বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) মো. আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক আক্তার উননেছা শিউলী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. হাসান আলী, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

    এদিন বিকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে বন্দর ব্যবহারকারকারীদের সাথে মতবিনিময করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী। এ সময় বন্দরের কর্মকর্তাসহ বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ শামছুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতাসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ সময় বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো উন্নয়নসহ বন্দরের সমস্যা নিয়ে চেয়ারম্যানের কাছে ব্যবসায়ী সংগঠন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ বিভিন্ন দাবি পেশ করেন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…