সৌদি আরবে বেসরকারি খাতের কর্মীদের একসঙ্গে দুই চাকরির অনুমতি দেওয়া হয়েছে। সম্প্রতি চাকরির বাজার নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতা বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।
সোমবার (২৭ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সৌদির শ্রম অধিদফতর এর বরাত জানা যায়, কর্মীর কর্মসংস্থান চুক্তিসহ বেসরকারি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর নীতিমালায় বিষয়টি যুক্ত করা হচ্ছে কিনা তা যাচাই করা হবে।
এই বিষয়ে এর আগে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় বেসরকারি খাতের কর্মীদের একসঙ্গে দুটি কাজের অনুমোদনের বিষয়ে একটি খসড়া বিধি প্রণয়ন করেন।
বর্তমানে সৌদিতে মোট জনসংখ্যা ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার ২২৪ জন (২০২২ সালের আদমশুমারি অনুযায়ী)। এরমধ্যে সৌদির স্থানীয় নাগরিক হলেন প্রায় ১ কোটি ৮৮ লাখ। যা মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, দেশটিতে প্রবাসীর সংখ্যা প্রায় ১ কোটি ৩৪ লাখ। যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৬ শতাংশ।
প্রবাসীদের মধ্যে ২০ লাখের বেশিই বাংলাদেশি। এর পরেই রয়েছে ভারত ও পাকিস্তান। দেশটিতে ১০ লাখ ৮৮ হাজার ভারতীয় ও ১০ লাখ ৮১ হাজার পাকিস্তানি প্রবাসী রয়েছে। ২০১০ সাল থেকে ২০২২ সালের মধ্যে দেশটিতে স্থানীয় নাগরিকের সংখ্যা বেড়েছে ৪৮ লাখ। আর প্রবাসীর সংখ্যা বেড়েছে ৩৫ লাখ।