আইপিএল নিলামের মঞ্চে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ঘিরে দলগুলোর আগ্রহ যে বড় ধরনের দরযুদ্ধে রূপ নেবে, তা আগেই অনুমেয় ছিল। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে বাজিমাত করেছে কলকাতা নাইট রাইডার্স, তবে পথে টাকার হিসেব-নিকেশে থেমে যেতে হয়েছে রাজস্থান রয়্যালসকে।
নিলামে দেশি ক্রিকেটার দলে টানার প্রয়োজন থাকায় রাজস্থান রয়্যালসের কৌশল ছিল হিসেবি। খরচ করার জন্য হাতে ছিল ১৬ কোটি ৫ লাখ রুপি। সেই অবস্থায় ক্যামেরন গ্রিনের জন্য তারা সর্বোচ্চ ১৩ কোটি ৬০ লাখ রুপি পর্যন্ত দর হাঁকে। ফলে শেষ পর্যন্ত আর গ্রিনের জন্য ডাক হাকাতে পারেনি তারা।
নিলামের শুরু থেকেই গ্রিনকে লক্ষ্য করে এগোয় কলকাতা নাইট রাইডার্স। রাজস্থানের সঙ্গে দরযুদ্ধে নামলেও একটি পর্যায়ে রাজস্থান সরে গেলে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয় চেন্নাই সুপার কিংসের সঙ্গে।
কিছুক্ষণ লড়াই চালিয়েও শেষ পর্যন্ত চেন্নাইকেও পিছু হটতে হয়। দীর্ঘ বিডিং শেষে ২৫ কোটি ২০ লাখ রুপিতে ক্যামেরন গ্রিনকে দলে নেয় কলকাতা। এটি আইপিএলে কোনো বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম।
এবারের আইপিএল নিলামে মোট ৩৫০ জন ক্রিকেটারের নাম রয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাতজন ক্রিকেটার। তাঁদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের।
এ ছাড়া ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে আছেন তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। আর ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে তালিকায় জায়গা পেয়েছেন রাকিবুল হাসান।
আরডি