এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    আচরণবিধি লঙ্ঘন: আদালতে ব্যাখ্যা দিলেন সাকিব

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম

    আচরণবিধি লঙ্ঘন: আদালতে ব্যাখ্যা দিলেন সাকিব

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম

    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে নির্বাচন করবেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান। ইতোমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

    এর আগে মনোনয়নপ্রাপ্তি হবার পরে গত ২৯ নভেম্বর ঢাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরায় আসেন সাকিব। পরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শহরের আছাদুজ্জামান স্টেডিয়ামে মঞ্চে বক্তব্য রাখেন। এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে মর্মে তাকে শোকজ করে ওই আসনের নির্বাচনী অনুসন্ধানী দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার। এতে সাকিবকে সশরীরে এসে জবাব দিতে বলা হয় আদালতে। জবাবে আজ শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে সশরীরে হাজির হন তিনি।

    পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব। তিনি বলেন, প্রথমবারের মত নির্বাচন করছেন তিনি। তাই এসব বিষয়ে অনেক কিছুই জানেন না। এরপর থেকে নিয়ম কানুন ভালোভাবে জেনে নেবেন এবং এসব কথা তিনি আদালতকেও জানিয়েছেন। পরবর্তীতে যেন আচরণবিধি লঙ্ঘন না ঘটে এজন্য তিনি সর্তক থাকবেন বলেও জানান।

    সাকিবের আইনজীবী মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাজেদুল ইসলাম সংগ্রাম বলেন, আদালতকে তারা জবাব দিয়েছেন। সাকিব যেদিন মাগুরা আসেন ওই দিন আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। হঠাৎ তাকে দেখার জন্য লোকজন জড়ো হন। ভবিষ্যতে যেন আচরণবিধি লঙ্ঘন না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন সাকিব।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…