কক্সবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল-কটেজ থেকে ১৩ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোররাতে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের বিশেষ টিম ওই অভিযান পরিচালনা করে।
জানা গেছে, কিছু হোটেল ও কটেজগুলোতে দিনে-দুপুরে চলছে মাদক বিকিনিকিসহ অসামাজিক কার্যকলাপ। এসব অপরাধ দমনে বিশেষ টিম গঠন করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। যার প্রেক্ষিতে ১৬ ডিসেম্বর গভীর রাতে কলাতলী লাইট হাউজ এলাকার জলপরী রোডের হোটেল এবিসিএল রিসোর্ট অ্যান্ড গেস্ট হাউজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গেস্ট হাউজের বিভিন্ন রুম থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ৭ জন নারী এবং ৬ জন পুরুষসহ মোট ১৩ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২৮ বছরের মধ্যে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।