এইমাত্র
  • মালিতে রুটি-দুধের চেয়ে দাম বেশি বরফের
  • কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
  • নির্বাচনে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: ইসি হাবীব
  • গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ দেশ
  • মিয়ানমারে ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
  • অঙ্গীকারনামা দিয়ে জামিনে মুক্তি পেলেন সেই সঞ্জয় রক্ষিত
  • কেমন করে দলের নির্দেশ অমান্য করছেন তা আমার বোধগম্য নয়: ইসি হাবিব
  • স্কুল-মাদরাসা বন্ধে হাইকোর্টের রায় নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • স্থায়ী জামিন পেলেন সেই মুশতাক
  • ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
  • আজ সোমবার, ১৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ এপ্রিল, ২০২৪
    দেশজুড়ে

    বাংলা মদ খেয়ে একাদশ শ্রেণিতে পড়ুয়া তিন বন্ধুর মৃত্যু

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ১১:০৫ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ১১:০৫ পিএম

    বাংলা মদ খেয়ে একাদশ শ্রেণিতে পড়ুয়া তিন বন্ধুর মৃত্যু

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ১১:০৫ পিএম

    নওগাঁর মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে বাংলা মদ খেয়ে একাদশ শ্রেণির ছাত্র তিন বন্ধুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে।

    মৃত তিন বন্ধু হলেন মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নিশাত আলী (১৭), ভারশোঁ ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আক্কাসের ছেলে শারিকুল ইসলাম পিন্টু (১৮) এবং একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক হোসেন (১৮)। তাঁরা সবাই মান্দার উত্তরা কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা যায়।

    স্থানীয়দের বরাত দিয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, আজ বিকেলে মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে বন্ধুরা মিলে বাংলা মদ পান করে। এদের মধ্যে ওই তিন জন অসুস্থ হয়ে পড়েন। এরপর নিশাত আলী ও শারিকুল ইসলাম পিন্টুকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। আর আশিক হোসেন ঘটনাস্থলে মারা যায়।

    ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত অতিরিক্ত বাংলা মদ পানে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। আগামীকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে মান্দা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…