এইমাত্র
  • কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, ঈদে বন্যার শঙ্কা
  • লেবাননে মসজিদসহ বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা
  • ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে মোদির সেলফি
  • ২০ বছরে হেফাজতে মৃত্যু কত, জানতে চান হাইকোর্ট
  • শেষ মুহূর্তে বাড়ির পথে মানুষের ঢল
  • হঠাৎ উধাও নাফ নদে থাকা ‘মিয়ানমারের জাহাজ’
  • নিখোঁজের একদিন পর পুকুর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
  • ওপারে অবস্থান নেওয়া যুদ্ধ জাহাজগুলো উধাও
  • মন্ত্রীর বাসভবনের লিফটে মারধরের শিকার কর্মকর্তা
  • ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ
  • আজ রবিবার, ২ আষাঢ়, ১৪৩১ | ১৬ জুন, ২০২৪
    দেশজুড়ে

    উলিপুরে উপজেলা আ.লীগের সভাপতিসহ ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৪, ১২:২৬ পিএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৪, ১২:২৬ পিএম

    উলিপুরে উপজেলা আ.লীগের সভাপতিসহ ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৪, ১২:২৬ পিএম

    দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ তিন নেতা জামানত হারিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করেছে।

    উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্ব›দ্বীতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ জামানত হারিয়েছেন।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক মিয়া বলেন, ‘নির্বাচনের নিয়ম অনুসারে প্রার্থী তার আসনে মোট প্রাপ্ত ভোটের ১৫ শতাংশের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এ কারণে ওই তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।থ

    নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৮৩ হাজার ৩৯টি ভোট পড়ে। সেখানে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু (আনারস প্রতীক) ৫০ হাজার ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু (মোটর সাইকেল প্রতীক) ১৪ হাজার ভোট ৬৯৩ পেয়ে পরাজিত হন। এর মধ্যে এম কফিল উদ্দিন (ঘোড়া প্রতীক) ৬ হাজার ৬৭৮, আহসান হাবিব রানা (দোয়াত কলম প্রতীক) ৬ হাজার ৫৯৭ এবং স.ম আল মামুন সবুজ (কাপ-পিরিচ প্রতীক) ২ হাজার ২০২ ভোট পান।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…