এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    পাকিস্তান সুপার লিগে জমা পড়েছে যেসব বাংলাদেশি ক্রিকেটারের নাম

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ০২:২৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ০২:২৮ পিএম

    পাকিস্তান সুপার লিগে জমা পড়েছে যেসব বাংলাদেশি ক্রিকেটারের নাম

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ০২:২৮ পিএম

    পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী আগামী ১১ জানুয়ারি। আসন্ন এই ড্রাফটে নাম লিখিয়েছেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের নাম জমা দেয়ার কথা আগেই জানা হিয়েছিল। এবার জানা গেছে আরও ২৮ ক্রিকেটার থাকতে পারেন পিএসএলের ড্রাফটে।

    এবারের আইপিএল নিলামে বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার অংশগ্রহণ করলেও তারা দল পেতে ব্যর্থ হন। তবে পিএসএলের ড্রাফটে তাদের ভালো সুযোগ রয়েছে, বিশেষত যেহেতু একই সময়ে আইপিএল ও পিএসএল অনুষ্ঠিত হবে। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা পিএসএলে খেলার জন্য উন্মুক্ত থাকবেন।

    চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন বিবেচনায় চলতি বছর পিএসএল আসর খানিকটা পরেই শুরু হবে। এপ্রিল-মে মাসে হবে এবারের পিএসএল।

    ড্রাফটে সাকিব-মুস্তাফিজদের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ। সাম্প্রতিক সময়ে গতির ঝড় তোলা নাহিদ রানা কিংবা জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দেখা যাবে এই ড্রাফটে।

    জাতীয় দলের অংশ হয়ে থাকা অনেক ক্রিকেটারই ড্রাফটে নাম জমা দিয়েছেন। শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিমসুম আহমেদের নাম পাওয়া গেল এই তালিকায়।

    জাতীয় দলের বাইরে থাকা দুই ক্রিকেটার নাজমুল হোসেন অপু, রনি তালুকদারও নাম জমা দিয়েছেন পিএসএলের ড্রাফটে। রুয়েল মিয়ার সঙ্গে বাংলাদেশিদের মধ্যে ড্রাফটে আরও আছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

    আগামী ৮ এপ্রিল পাকিস্তানে শুরু হবে পিএসএল। লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএলের ১০ম আসর। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মে, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।

    পিএসলের ড্রাফটে নাম দেয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা : সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।


    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…