এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    টেকনাফে ৫ কাঠুরিয়াকে অপহরণ, মুক্তিপণ দাবি

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ এএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ এএম

    টেকনাফে ৫ কাঠুরিয়াকে অপহরণ, মুক্তিপণ দাবি

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ এএম

    কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাহাড়ছড়া এলাকায় স্থানীয় ১৫ জন কাঠুরিয়া পাহাড়ে লাকড়ি কাটতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হয়েছে বলে জানা গেছে।

    বুধবার (০৫ ফ্রেব্রুয়ারি) বিকালের দিকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে সংঘটিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, বাহারছড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার হুমায়ূন কবির।

    এবিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি মেম্বার হুমায়ূন কবির সময়ের কন্ঠস্বরকে বলেন, বুধবার সকালের দিকে টেকনাফের উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া চাকমা পাড়া গহীন পাহাড়ি এলাকায় হতদরিদ্র পরিবারের ১৫ জনের একটি গ্রুপ জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে পাহাড়ে যায়। এসময় হঠাৎ করে পাহাড়ে অবস্থানকারী অস্ত্রধারী সন্ত্রাসী অপহরণ চক্রের সাথে জড়িত বেশ কয়েকজন সদস্য অস্ত্রের মুখে জিম্মি করে ৫ জন কাঠুরিয়াকে ধরে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়। সংঘটিত ঘটনার পর থেকে সন্ত্রাসীরা অপহৃত ভুক্তভোগী পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করে আসছে। স্বল্প সময়ের মধ্যে তাদের দাবিকৃত টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সন্ত্রাসীরা।

    অপহৃতরা ৫ কাঠুরিয়া হচ্ছেন- টেকনাফ বাহারছড়া ইউনিয়নের অন্তর্গত বাইন্যাপাড়া এলাকার বাসিন্দা মো. হাসানের পুত্র মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), একই এলাকার হামিদুল হকের পুত্র মোহাম্মদ আসা (২৮), মৃত কালা মিয়ার পুত্র ইউসুফ উল্লাহ (৩০), শফিউল আজমের পুত্র আবুইয়া (২০), আব্দুল হকের পুত্র মারুফ উল্লাহ (১৮)।

    এ বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ইনচার্জ পুলিশ পরিদর্শক এসআই শোভন কুমার সাহা সময়ের কন্ঠস্বরকে জানান, উক্ত ঘটনাটি শুনার সাথে সাথে জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছে পাহাড়ের বেশ কয়েকটি পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। যা এখনও চলমান রয়েছে।

    তবে অপহৃত ভিকটিমের পরিবারের কাছ থেকে এখনো লিখিত কোন অভিযোগ পায়নি। মুক্তিপণ দাবি করার বিষয়ে আমরা অবগত নন বলেও জানান এই কর্মকর্তা।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…