এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আন্দোলন সংগ্রামে বিএনপির অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন: টুকু

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৫, ১০:৫১ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৫, ১০:৫১ পিএম

    আন্দোলন সংগ্রামে বিএনপির অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন: টুকু

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৫, ১০:৫১ পিএম

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বিএনপির অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

    শনিবার (১ মার্চ) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষযক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সেহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

    সুলতান সালাউদ্দিন টুকু তার বক্তৃতায় বলেন, গণতন্ত্র পূণঃ প্রতিষ্ঠা না হওয়া এবং দেশের সর্বস্তরের জনসাধারণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ট পুত্র আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়া সংগঠক। বাংলাদেশের ক্রিকেট আজ সারা বিশ্বে যে সুনাম অর্জন করেছে তাতে তার অবদান রয়েছে। তিনি রাজনীতি করতেন না। তবু ফ্যাসিবাদের নির্যাতন থেকে তিনি রেহায় পাননি।

    কোকো স্মৃতি সংঘ আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা কিংস একাদশ ও মির্জাপুর লিজেন্ট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে কিংস একাদশ চ্যাম্পিয়ন হয়।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…