এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গৌরনদী পৌরসভায় ঢুকে কর্মচারীর ওপর বিএনপি নেতার হামলা

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৮:৫৬ পিএম
    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৮:৫৬ পিএম

    গৌরনদী পৌরসভায় ঢুকে কর্মচারীর ওপর বিএনপি নেতার হামলা

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৮:৫৬ পিএম

    সাবেক এমপির নাম ভাঙিয়ে টিসিবির মাল নিয়ে দলীয় প্রভাব খাটানোয় বাধা দেয়ায় বরিশালের গৌরনদী পৌরসভায় ঢুকে কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়ার বিরুদ্ধে।

    গিয়াস উদ্দিন পৌরসভার পানি শাখার কর্মচারী ও উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মহিউদ্দিন খন্দকারের ছোট ভাই। এ ঘটনায় পৌর কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    গিয়াস উদ্দিন খন্দকার অভিযোগ করে বলেন, মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে পৌরসভায় ঢুকে সাবেক এমপি স্বপনের নাম ভাঙিয়ে টিসিবির মাল নিয়ে দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করেন গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া। বিষয়টি আমি জানতে চাইলে তিনি (ফরিদ) আমার ক্ষিপ্ত হয়ে ওপর অর্তকিতভাবে হামলা চালায়। উপর্যপুরি কিল-ঘুষি ও চর থাপ্পর মেরে আমাকে আহত করা হয়। এসময় সাথে তার ক্যাডার বাহিনীর সদস্যরাও ছিল। হামলার সময় ফরিদ মিয়ার আচরণ ব্রিটিশদের লটদের মত ছিল বলেও উল্লেখ করেন গিয়াস উদ্দিন।

    এদিকে হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া বলেন, আমার সাথে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। তবে আমার লোকজনের সাথে একটু ঝামেলা হয়েছে, যা ইউএনও সাহেব মিমাংসা করে দিয়েছেন।

    তবে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান জানান, এই বিষয়ে আমি কোন ধরনের মিমাংসা করিনি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

    এনআই/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…