এইমাত্র
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ইরানের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম

    ইরানের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম
    সংগৃহীত ছবি

    কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনায় সৃষ্ট পাকিস্তান-ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

    শনিবার সন্ধ্যায় শেহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিফোনে আলাপ করেন। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ ইরানের পাকিস্তান-ভারত উত্তেজনা প্রশমিত করার জন্য সহায়তার ইচ্ছাকে স্বাগত জানান।

    ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএনের বরাত দিয়ে এ খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন।

    প্রতিবেদনে বলা হয়, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হন, যা ২০০০ সাল থেকে বিতর্কিত হিমালয় অঞ্চলটিতে সবচেয়ে প্রাণঘাতী সশস্ত্র হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে এতদিন অজ্ঞাত ‘দি রেজিস্ট্যান্স ফ্রন্ট’।

    ঘটনা পর, পারমাণবিক শক্তিধর দুই দেশ একে অপরের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

    ভারত হামলাকারীদের সঙ্গে সীমান্ত পেরিয়ে সম্পর্কের ইঙ্গিত দিয়েছে, তবে পাকিস্তান তীব্রভাবে কোনো সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।

    প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ ইরানের প্রেসিডেন্টকে তার আনুষ্ঠানিক আমন্ত্রণ সমর্থন করেছেন এবং ইরানের উত্তেজনা প্রশমিত করতে সাহায্য করার ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন।

    শেহবাজ আরও বলেন, পাকিস্তান এ অঞ্চলে শান্তি চায় এবং যদি ইরান এই বিষয়ে ভূমিকা পালন করতে চায়, তবে ইসলামাবাদ তা স্বাগত জানাবে।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা জানায় এবং পেহেলগামে হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই, যা ভারত শাসিত কাশ্মীর অঞ্চলে ঘটেছে।

    এছাড়া শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান স্বচ্ছ এবং পক্ষপাতহীন তদন্তে অংশগ্রহণ করতে প্রস্তুত, পাকিস্তান গত দুই দশকে সন্ত্রাসবাদের বড় শিকার হয়ে এসেছে, যেখানে হাজার হাজার পাকিস্তানি নাগরিক জীবন হারিয়েছে এবং সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে এই সমস্যা মোকাবিলায়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…