চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা আইনজীবী সমিতির ভবনে আলোচনা সভা হয়।
দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই " লিগ্যাল এইড আছে পাশে" কোনো চিন্তা নাই। শ্লোগানে আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা ও দায়েরা জজ সামছুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ বিচারক ও আইনজীবীরা। অনুষ্ঠান সঞ্চলানা করেন জেলা যুগ্ম দায়েরা জজ সরোয়ার আলম। সভায় লিগ্যাল এইডের সুবিধাভোগীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
এসআর