মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকা মুখী মেইন লেন পার হওয়ার সময় মিজান পরিবহনের একটি বাসের চাপায় ৮০ বছরের অজ্ঞাত বৃদ্ধ নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ষোলঘর ফুটওভার সেতু সংলগ্ন যাত্রী ছাউনির কাছে ঢাকা মুখী মেইন লেন এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় প্রেরণ করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রী ছাউনির কাছে একজন পথচারী পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় মারা যায়। আমরা লাশ টি উদ্ধার করে হাইওয়ে থানায় প্রেরণ করেছি।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বিকেল ৪টা ২০ মিনিটে মহাসড়ক পার হওয়ার সময় মিজান পরিবহনের একটি বাসের চাপায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছে। লাশ থানায় রয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। আইনানক ব্যবস্থা প্রক্রিয়া দিন।
এইচএ