ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল সিজন ১২'-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
সোমবার (০৫ মে) ভোররাতে নয়ডা যাওয়ার পথে উত্তরপ্রদেশের আমরোহা জেলায় দিল্লি-হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থা সংকটজনক হওয়ায় নয়ডার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনায় পবনদীপ ছাড়াও তার বন্ধু অজয় মেহরা এবং গাড়িচালক রাহুল সিং আহত হয়েছেন। তারা সবাই উত্তরাখণ্ড থেকে নয়ডা যাচ্ছিলেন। পথে গজরাউলায় হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় পবনের গাড়িটি।
পুলিশ জানায়, গাড়িচালক রাহুল সিং রাতে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পবনদীপসহ আহতদের উদ্ধার করে দ্রুত দিদৌলির কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের নয়ডায় স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, পবনদীপের দুই পায়ে ভাঙা ধরেছে এবং মাথায়ও গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে।
গায়কের হঠাৎ এমন দুর্ঘটনায় সংগীতপ্রেমীদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
২০২১ সালে ইন্ডিয়ান আইডলে বিজয়ী হন পবনদীপ। অরুণিতা কাঞ্জিলালকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নেন তিনি। পাহাড়ি পবনের গানে মুগ্ধ আপামর দেশবাসী। পবনদীপ উত্তরাখণ্ডের ছেলে। প্রথাগত গান শেখেননি তিনি। যদিও গান ছাড়াও বেশ কিছু বাদ্যযন্ত্র বাজাতেও সক্ষম তিনি।
অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তার প্রেমের চর্চা জারি শুরু থেকেই। অরুণিতা বাংলার মেয়ে। আর সেই কারণে এই রাজ্যেও পবনর জনপ্রিয়তা রয়েছে। বাংলা গানও গাইতে পারেন পবন।
এসকে/আরআই