কক্সবাজার টেকনাফে কোস্টগার্ড ও র্যাব সদস্যরা যৌথ ভাবে পৃথক দুটি অভিযান পরিচালনা করে, বিপুল পরিমাণ ইয়াবা ও মদসহ মাদক কারবারে জড়িত দুই যুবককে আটক করতে হয়েছে।
এসময় মাদক বহনে ব্যবহৃত হওয়া একটি মোটরসাইকেল ও একটি টমটম গাড়ী জব্দ করা করতে সক্ষম হয় অভিযানিক দল।
সোমবার (৫ মে) দুপুরের দিকে এই অভিযান দুটির সত্যতা নিশ্চিত করেছেন, বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ।
তিনি প্রেস বার্তার মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী, সোমবার সকালের দিকে টেকনাফ সদর ইউনিয়নের অন্তর্গত হাবিরছড়া, উত্তর লম্বরী এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্টগার্ড ও র্যাব সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১ লাখ ২০ হাজার ইয়াবা, ৫০ লিটার মদসহ দুই গাড়ী জব্দ করে। উক্ত অভিযানে সাইফুল ইসলাম (২০) এবং ওমর ফারুক (২৭) নামে দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, ৩ কোটি, ৬০ লাখ টাকা মুল্যের ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ মটর সাইকেল আরোহী কারবারি সাইফুল ইসলামকে আটক করা হয়। আর ৫০ লিটার মদসহ আটক করা হয় ওমর ফারুককে। এসময় একটি মোটরসাইকেল ও একটি টমটম গাড়ীও জব্দ করা হয়।
জব্দকৃত মোটরসাইকেল, ইজিবাইক ও উদ্ধারকৃত মাদকের চালানসহ আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ধৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, তাদের সাথে থাকা মাদক পাচারে জড়িত কারবারিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য মাদক বিরোধী চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
আটক মাদক ব্যবসায়ী সাইফুল একজন বাহক। জব্দকৃত ইয়াবার মালিক হচ্ছে, শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ প্রকাশ নুর মোহাম্মদ মাঝির পুত্র আবুল কাসেম প্রকাশ নাম মোঃ কাসিম। তাদের পরিবারের সবাই বর্তমানে ঠিকানা টেকনাফ সদর ইউনিয়নের সিলবনিয়া পাড়ার স্থায়ী বাসিন্দা হয়ে বসবাস করছেন। গত কয়েক মাস আগে র্যাব-১৫ সদস্যদের হাতে কাসেমের আপন বড় ভাই আবু তাহের ২২,৪০০ পিস ইয়াবা নিয়ে আটক হয়েছিল। তাদের পরিবারের বেশিরভাগ সদস্য মাদক কারবারে জড়িত রয়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, আড়ালে থাকা শীর্ষ মাদক কারবারি কাসেমকে আইনের আওতায় নিয়ে আসলে তার স্বীকারোক্তি মোতাবেক ইয়াবা কারবারে জড়িত একটি বড় সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করার পাশাপাশি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসলে মাদক পাচার প্রতিরোধে কিছুটা হলেও সফলতা আসবে।
এবিষয়ে জানার জন্য আড়ালে থাকা শীর্ষ মাদক ব্যবসায়ী কাসেমের ০১৬১৩৫৭০৭৬৯ এই মোবাইল নাম্বারে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। উক্ত নাম্বারটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এসআর