এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বাঁশখালীতে এক মাস ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ

    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ১০:৪৭ এএম
    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ১০:৪৭ এএম

    বাঁশখালীতে এক মাস ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ

    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ১০:৪৭ এএম

    বাঁশখালীতে প্রায় এক মাস ধরে ওয়াহিদুল ইসলাম (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছেন। ওয়াহিদ উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের টোনা গাজীর বাড়ির মৃত জাকের হোছাইনের ছেলে।

    সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও দীর্ঘদিন যাবত ছেলের সন্ধান না পেয়ে গত ৩০ এপ্রিল মা মনোয়ারা বেগম বাদী হয়ে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

    জিডি সূত্রে জানা যায়, ওয়াহিদুল ইসলাম শীলকূপ ইউনিয়নের মনকিচর দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসার ‘হিফজ’ বিভাগের ছাত্র। ঈদের ছুটি শেষে গত ৮ এপ্রিল বিকেল ৫টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে মনকিচর এলাকা থেকে নিখোঁজ হন ওয়াহিদ। এরপর থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস মেলেনি।

    দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোস্তাক আহমদ বলেন, ছেলেটির পিতা জাকের হোছাইন কয়লাবিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলনে মারা গেছে। এতিম ছেলে হিসেবে আমি বিনা বেতনে পড়াতাম। গত বছর আমার মাদ্রাসায় অধ্যয়ন করলেও সে দীর্ঘদিন ধরে গরহাজির ছিল। রমজানে তো পুরো মাস বন্ধ ছিল মাদ্রাসা। শুনেছি ঈদের পর মাদ্রাসায় নতুন ভর্তি হতে আসার পথে নিখোঁজ হয়েছে।

    গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ওয়াহিদ পবিত্র কোরআন শরিফের ২০ পারা হেফজ শেষ করেছে। ৪ বোন ৪ ভাইয়ের মধ্যে সে সবার কনিষ্ঠ। তার মায়ের মাধ্যমে নিখোঁজের ঘটনাটি সম্পর্কে আমিও অবগত হয়েছি।

    বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটির মা জিডি করার পর থেকে আমার টিম তাকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে। ছেলেটি মোবাইল ইউজ করে না। মোবাইল ইউজ করলে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারতাম।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…