এইমাত্র
  • ওসমান হাদির শারীরিক অবস্থার আপডেট জানালো ইনকিলাব মঞ্চ
  • জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি
  • দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
  • যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!
  • ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ
  • ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব
  • ভিক্ষাবৃত্তির দায়ে দেশে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে
  • পে-স্কেল নিয়ে অবশেষে যেসব সিদ্ধান্ত হলো
  • মেক্সিকোর সংসদে নজিরবিহীন হট্টগোল, চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা
  • কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন
  • আজ বৃহস্পতিবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চাঁদাবাজি-ভূমিদস্যুতার অভিযোগে কপাল পুড়ল বিএনপি নেতার

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ মে ২০২৫, ১১:০১ এএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ মে ২০২৫, ১১:০১ এএম

    চাঁদাবাজি-ভূমিদস্যুতার অভিযোগে কপাল পুড়ল বিএনপি নেতার

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ মে ২০২৫, ১১:০১ এএম

    চাঁদাবাজি ও ভূমিদস্যুতায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার পৌর বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১২ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন নাসিরকে সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।

    সোমবার (০৫ মে) রাত ১০টার দিকে কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক ছুরত আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় নাছির উদ্দীন নাসিরের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

    এ বিষয়ে কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী বলেন, 'চাঁদাবাজি ও ভূমিদখলের মতো গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে কয়েকবার মৌখিক সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সংশোধন না হওয়ায় আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।'

    বিএনপি সূত্রে জানা গেছে, বহিষ্কৃত এই নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। এলাকাবাসী ও দলের একাধিক নেতাও তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।

    এদিকে কক্সবাজারে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ বেড়েই চলেছে। এতে জেলার রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

    তবে অভিযুক্ত নাছির উদ্দীনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…