এইমাত্র
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • ‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, যারা আছেন আলোচনায়
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    তালতলীতে গরু দেওয়ার নামে টাকা নিয়ে উধাও

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ০৩:৫৫ পিএম
    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ০৩:৫৫ পিএম

    তালতলীতে গরু দেওয়ার নামে টাকা নিয়ে উধাও

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ০৩:৫৫ পিএম

    বরগুনার তালতলী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এ. আই টেকনিশিয়ান আব্দুল কাদেরের বিরুদ্ধে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে গবাদিপশু দেয়ার কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল কাদের গত দুই মাস ধরে প্রাণিসম্পদ অধিদপ্তরে অনুপস্থিত রয়েছেন।

    এ ঘটনায় মঙ্গলবার (০৬ মে) জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে আব্দুল কাদেরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাদেকুর রহমান। এর আগে ভুক্তভোগীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মরানিদ্রা এলাকার ভুক্তভোগী বেল্লাল খাঁন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের 'কৃত্রিম প্রজনন' প্রকল্পের এ. আই টেকনিশিয়ান আব্দুল কাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে গবাদিপশু দেয়ার কথা বলে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মরানিদ্রা এলাকার ৩৫ জন লোকের কাছে থেকে এনআইডি কার্ড, ছবি ও বিকাশের মাধ্যমে জন প্রতি ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা নেয়ার দীর্ঘদিন পরও গবাদিপশু দেয়নি। এরপর তার কাছে টাকা ফেরত চাইলে নানান তালবাহানা শুরু করেন। একপর্যায়ে গত ফেব্রুয়ারি মাসে আত্মগোপনে চলে যান। পরে ভুক্তভোগীরা আব্দুল কাদেরকে খুঁজতে তার বাড়িতে গেলে পরিবারের লোকজন হত্যার হুমকি দেয়।

    ভুক্তভোগী পারভীন বেগম বলেন, 'চলতি বছরের জানুয়ারি মাসে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে গবাদিপশু দেয়ার কথা বলেন। এ জন্য জনপ্রতি ৫ হাজার টাকা ঘুষ দাবী করেন। পরে ধার-দেনা করে তাকে টাকা দেই। কিন্তু এর পর থেকে আজ-কাল করে ঘোরাচ্ছেন, গবাদিপশু দিচ্ছেন না। এখন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।'

    ভুক্তভোগী বেল্লাল খান বলেন, 'আব্দুল কাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে গবাদিপশু দেয়ার কথা বলে এলাকার বিধবা, প্রতিবন্ধী, ক্যান্সার আক্রান্তসহ ৩৫ জনের কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত গবাদিপশু দেয়নি। গত দুই মাস ধরে আত্মগোপনে চলে গেছে তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন আমাদের টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

    এ বিষয়ে আব্দুল কাদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

    তালতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাদেকুর রহমান বলেন, 'আব্দুল কাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে গবাদিপশু দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ এর বিষয়ে জানতে পেরেছি। যদি এবিষয়ে লিখিত অভিযোগ পাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'

    তিনি আরও বলেন, 'আব্দুল কাদের গত দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু তিনি কোনো উওর না দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছি।'

    তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষে লিখিতভাবে অভিযোগ পেয়েছি। বিষয়টি তালতলী থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি।'

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…