এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    বোমা বিস্ফোরণে ৭ জন পাকিস্তানি সেনা নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ মে ২০২৫, ১০:১৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ মে ২০২৫, ১০:১৬ পিএম

    বোমা বিস্ফোরণে ৭ জন পাকিস্তানি সেনা নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ মে ২০২৫, ১০:১৬ পিএম

    পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে সাতজন সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (৬ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

    বিস্ফোরণটি এমন এক সময়ে ঘটল, যখন প্রদেশটি ইতোমধ্যেই বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ও নিরাপত্তাহীনতার মুখোমুখি। এর আগে রবিবার (৪ মে) একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পুলিশ ভ্যানে হামলা চালিয়ে পাঁচ পুলিশ কর্মকর্তাকে জিম্মি করে। ওই ঘটনার কয়েকদিনের মধ্যেই এই প্রাণঘাতী বিস্ফোরণ সংঘটিত হলো।

    এক পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার গভীর রাতে ৩০ থেকে ৪০ জন সশস্ত্র সন্ত্রাসীরা একটি মহাসড়ক অবরোধ করে পুলিশ এসকর্টে থাকা একটি গাড়িকে থামায়। বন্দীদের মুক্তি দেওয়া হলেও পাঁচ পুলিশ কর্মকর্তাকে অপহরণ করা হয়।

    এছাড়া, সন্ত্রাসীরা ওই এলাকার কয়েকটি সরকারি ভবন ও একটি ব্যাংকে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানান এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা।

    বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। খনিজ সম্পদে সমৃদ্ধ এই প্রদেশে দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মুখোমুখি। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এই অঞ্চল বিদেশী বিনিয়োগ ও চীন-সমর্থিত প্রকল্পগুলির জন্য একটি কৌশলগত স্থান হিসেবে বিবেচিত হলেও সন্ত্রাসী কার্যকলাপ এই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

    প্রতি মাসেই নিরাপত্তা বাহিনীর উপর একের পর হামলার ঘটনা ঘটেছে। মার্চ মাসে বিএলএ একটি যাত্রীবাহী ট্রেন ছিনতাই করে শতাধিক যাত্রীকে জিম্মি করেছিল এবং তিন দিনব্যাপী সংঘর্ষে নিরাপত্তা কর্মীরা নিহত হন।

    এপ্রিলে কোয়েটা শহরের কাছে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ির পাশে শক্তিশালী বোমা বিস্ফোরণে চার সেনা নিহত ও তিনজন আহত হয়। সে হামলার পেছনেও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সংশ্লিষ্টতা সন্দেহ করা হয়।

    বিশ্লেষকরা মনে করছেন, এসব হামলা প্রদেশটিতে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার প্রতিফলন এবং সরকারের বিরুদ্ধে স্থানীয় জন অসন্তোষের বহিঃপ্রকাশ।

    তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…