কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে দরিদ্র এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
মঙ্গলবার (০৬ মে) দুপুরে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা সালুয়া কান্দি গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
পরিবারের উপার্জনের একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন কৃষক কামাল মিয়া। মৃত গরুগুলোর পাশে বসে আহাজারি করতে দেখা গেছে ওই পরিবারের সদস্যদের।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুটি গাভি একটি ষার বাছুর বাড়ির পাশের রাস্তায় ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে আসা হয়। পরে দুপুর দেড়টার দিকে হঠাৎ মেঘের গর্জন ও বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে গরু তিনটি ঘটনাস্থলেই মারা যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক কামাল মিয়া বলেন, সকালে গরু তিনটি রাস্তার পাশে ঘাস খাওয়ানোর জন্য গাছের সঙ্গে বেঁধে রেখেছিলাম। বজ্রপাত শুরু হলে গরু তিনটি আনতে বের হয়েও যেতে পারিনি। পরে গিয়ে দেখি মারা গেছে। গরুগুলো হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। এগুলোই ছিল আমার পরিবারের উপার্জনের একমাত্র সম্বল।
এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হাছানের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, বজ্রপাতে কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এনআই