এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    মধ্যরাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে যা বলল ভারত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৮:২২ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৮:২২ এএম

    মধ্যরাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে যা বলল ভারত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৮:২২ এএম
    অপারেশন সিঁদুরে ভারতের প্রধানমন্ত্রী রাতভর নজর রাখেন। ছবি- সংগৃহীত

    পাকিস্তানে চালানো সামরিক অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিহিত করেছে ভারত। দেশটির দাবি, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ভারতের দাবি, এসব ঘাঁটি থেকেই তাদের অভ্যন্তরে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হচ্ছিল। খবর বিবিসির।

    ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ ছিল সম্পূর্ণ লক্ষ্যভিত্তিক ও পরিমিত একটি সামরিক পদক্ষেপ। এতে কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি, বরং কেবল সন্ত্রাসবিরোধী অবকাঠামোকে টার্গেট করা হয়েছে।

    ভারত দাবি করছে, এই অভিযানের উদ্দেশ্য উত্তেজনা ছড়ানো নয় বরং আত্মরক্ষা। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, লক্ষ্য নির্ধারণ ও অভিযান পরিচালনায় ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।

    ভারতীয় কর্তৃপক্ষ জানায়, গত মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেই হামলায় বেশ কয়েকজন বেসামরিক পর্যটক নিহত হন। দিল্লির অভিযোগ, হামলাটি পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পরিকল্পিত ছিল।

    ভারতীয় সেনাবাহিনী বলছে, ‘অপারেশন সিঁদুর’ ছিল প্রতিরক্ষামূলক একটি পদক্ষেপ এবং তা কেবল সন্ত্রাসবাদ মোকাবিলার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

    এদিকে, ভারতের এই অভিযানের ঘটনায় তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে।

    এছাড়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…