দালাল চক্রের মাধ্যমে গ্রাহকদের হয়রানি ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে বরিশালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে বরিশাল জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ মে) সকাল সাড়ে ১১ থেকে দুপুর পর্যন্ত বরিশাল ডিসি অফিসের গ্রাউন্ড ফ্লোরে জেলা বিআরটিএ কার্যলয়ে ছদ্দবেশে এই অভিযান পরিচালনা করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা। পরে অভিযানে যুক্ত হন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া। এ সময় আটকৃত সঞ্জীব কুমার দাসকে এক মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়।
আটকৃত দালাল সঞ্জীব দাস বরিশাল নগরীর ৮ নং ওয়ার্ড দপ্তরখানা এলাকার শম্ভুনাথ দাসের ছেলে। সে র্দীঘ দিন ধরে বিআরটিএ অসাধু কর্মচারীদের মাধ্যমে দালালি কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে দুদকের অভিযানের কথা শুনে বিআরটিএ কর্মকর্তা ও কর্মচারীরা অফিস ত্যাগ করে পালিয়ে যায়। অভিযান চলাকালীন সময়ে কর্মকর্তাদের রুমে তাদের পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।
বরিশাল দুদকের সহকারী পরিচালক রাজ কুমার সাহা বলেন, দালাল চক্রের সদস্য সঞ্জীব এক ব্যাক্তির কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকার ড্রাইভিং লাইসেন্স ২১ হাজার টাকা নেবার প্রমাণ সহকারে সঞ্জিবকে হাতনাতে ধরা হয়। পরে দালার চক্রের সদস্যকে আইনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেন। তবে আটককৃত দালালের সাথে অফিসের কেউ জড়িত আছে কিনা তার খতিয়ে দেখে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে বিআরটিএ অফিসে দুদকের অভিযানে খুশি নগরবাসী। নিয়মিত তদারকির দাবি জানান তারা।
এসআর