রাজশাহীর গোদাগাড়ী থেকে দীর্ঘদিন পলাতক থাকা ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ সুজন (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (৮ মে) ভোররাতে র্যাবের একটি আভিযানিক দল গোদাগাড়ী থানার কাকন দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সুজন ২০০৪ সালে একটি হত্যাচেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হন। মামলার বিবরণ অনুযায়ী, তিনি ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে হত্যার চেষ্টা করেন। মামলাটি আদালতে প্রমাণিত হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বিভিন্ন ধারায় তাকে মোট ১২ বছরের কারাদণ্ড প্রদান করেন। তবে রায় ঘোষণার পর থেকে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা নিয়মিতভাবে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী ও বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত পলাতকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকে।
আটককৃত আসামিকে বর্তমানে গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
এসআর