চলতি বছরের ২৩ মে ভারতের প্রখ্যাত অভিনেতা মুকুল দেব প্রয়াত হন। তার আকস্মিক মৃত্যু ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলে। তবে তার মৃত্যুর পরপরই নানা রকম গুঞ্জন ও প্রশ্ন উঠে আসে।
এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন তার ছোট ভাই ও অভিনেতা রাহুল দেব। ভাইয়ের শেষ সময়ের কঠিন বাস্তবতা ও মৃত্যুর কারণ নিয়ে খোলামেলা কথা বললেন তিনি।
একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানান, মৃত্যুর আগে মুকুল প্রায় সাড়ে আট দিন ধরে আইসিইউ-তে ভর্তি ছিলেন। তার শারীরিক অবস্থার এমন অবনতির অন্যতম কারণ ছিল অসামঞ্জস্যপূর্ণ খাদ্যাভ্যাস।
রাহুল বলেন, ‘শারীরিক যত্ন না নেওয়া ও খাওয়াদাওয়ার সঠিক নিয়ম না মানলেই এমন অবস্থা তৈরি হয়। শেষ চার-পাঁচ দিনে মুকুল একেবারেই খাওয়া বন্ধ করে দিয়েছিল।’ এই খারাপ খাদ্যাভ্যাসই ধীরে ধীরে তার শরীরকে দুর্বল করে তোলে।
গুঞ্জন আছে, মৃত্যুর আগে মুকুল মানসিক অবসাদে ভুগছিলেন। তবে বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন রাহুল দেব। এনিয়ে কিছুটা বিরক্ত প্রকাশ করে তিনি বলেছেন,‘যারা এখন এসব বলছেন, তারা কখনো ওর খোঁজ নিতেন না। তারা বলছে, মুকুলের মানসিক অবস্থা ভালো ছিল না, অথচ সে হাফ ম্যারাথনে দৌড়েছে। ওর ওজন বেড়েছিল ঠিক, কিন্তু নিজের যত্ন না নিলে শরীরে তো তার প্রভাব পড়েই।’
আরডি