ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত ফারাবি হাসপাতালে ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সোমবার (১৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে এই দাবি করেন তিনি।
বিবিসি ওই হাসপাতালে ক্ষয়-ক্ষতির ভিডিও যাচাই করেছে। তবে হাসপাতালটিকে সরাসরি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আন্তর্জাতিক আইন বলা হয়, সশস্ত্র সংঘাতকালে হাসপাতালে কোনো হামলা চালানো যাবে না। এই আইনের লঙ্ঘনকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা যায়।
ফারাবি হাসপাতালে হামলার ঘটনা আন্তর্জাতিক আইনের "গুরুতর লঙ্ঘন" এবং "যুদ্ধাপরাধ" বলে উল্লেখ করেছেন মি. বাঘাই।
সূত্র-বিবিসি
এমআর-২