এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও

    এস.এম. নাহীদ হুসাইন, শেকৃবি প্রতিনিধি প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:৩৯ এএম
    এস.এম. নাহীদ হুসাইন, শেকৃবি প্রতিনিধি প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:৩৯ এএম

    শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও

    এস.এম. নাহীদ হুসাইন, শেকৃবি প্রতিনিধি প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:৩৯ এএম
    ছবি সংগৃহীত

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাছ কিনতে গিয়ে দোকানদারদের সঙ্গে বাক-বিতণ্ডায় প্রতিবাদ করায় দোকানদারদের হামলার শিকার হন। এ সময় একজন শিক্ষার্থীকে মারধর করা হয়। খবর পেয়ে আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয় এবং দু'জনকে আটকে রাখা হয়। একজন শিক্ষার্থীকে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়।

    মঙ্গলবার (১৩ জুলাই) রাত আটটার দিকে এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে পাঁচ শতাধিক শিক্ষার্থী বাজার ঘেরাও করেন। ততক্ষণে বাজারের মালিক ও দোকানদাররা পালিয়ে যান।

    আটকে পড়া শিক্ষার্থীদের পুলিশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানায় নিয়ে আসে। শিক্ষার্থীরা এ খবর জানতে পেরে থানা ঘেরাও করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যর্থ হলে রাত সাড়ে এগারোটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

    এ বিষয়ে ডিউটি ইনচার্জ ওসি ইমাউল হক বলেন, 'এই বিষয়ে মামলা হবে, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করব।'

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আরফান আলী বলেন, 'আমাদের এক শিক্ষার্থী বিএনপি বাজারে মাছ কিনতে গেলে তার কাছ থেকে ট্যাংরা মাছের টাকা নিয়ে ট্যাংরার সঙ্গে পুটি মাছ দেয়। এটা নিয়ে প্রতিবাদ করায় তারা তার সঙ্গে খারাপ ব্যবহার করে। পরে আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে তারা গ্রুপবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে গেলে ব্যবসায়ীরা পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে এক শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছিল, যাকে থানা থেকে নিয়ে আসা হয়েছে। এক শিক্ষার্থী আহত, সে সোহরাওয়ার্দীতে ভর্তি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করা হয়েছে।'

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…