টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বাজেট বিল আটকে গেছে। এতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের অচলাবস্থা বা শাটডাউন অব্যাহত রয়েছে।
বাজেট বিল পাস হতে ১০০ আসনের সিনেটে ৬০ ভোট প্রয়োজন। কিন্তু সর্বশেষ সোমবারের (৬ অক্টোবর) চেষ্টাতেও এই মাইলফলক স্পর্শ করতে ব্যর্থ হয়েছে ট্রাম্পের সরকার। এই ভোটাভুটির আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি এটি ব্যর্থ হয় তাহলে দেশজুড়ে আরও গণছাঁটাইয়ের ঘটনা ঘটবে। পাঁচদিন আগে শাটডাউন শুরু হওয়ার পর কয়েক হাজার সরকারি চাকরিজীবীকে বাধ্যতামূলক অবৈতনিক ছুটি অথবা বেতন ছাড়া কাজ করতে বলা হয়। খবর বিবিসির।
ট্রাম্পের রিপাবলিকান সরকারের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক দলের দ্বন্দ্বের কারণেই মূলত বাজেট পাস হচ্ছে না। ডেমোক্র্যাটরা তাদের স্বাস্থ্যনীতির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্ধ চাইছে। কিন্তু ট্রাম্প ও রিপাবলিকানরা এতে ভেটো দিচ্ছে। এ কারণে ডেমোক্র্যাট সিনেটররা সরকার চালানোর জন্য বাজেটকেও অনুমোদন না দিয়ে আটকে দিয়েছে।
তবে ট্রাম্প ডেমোক্র্যাট সিনেটরদের সঙ্গে আপসের ইঙ্গিত দিয়েছেন। এর আগে রোববার সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথে তিনি লেখেন, ‘আমি ডেমোক্র্যাটদের ব্যর্থ স্বাস্থ্যনীতি বা অন্য যে কোনো কিছু নিয়ে কাজ করতে প্রস্তুত। কিন্তু প্রথমে আমাদের সরকারকে সচল করতে হবে। আমাদের সরকারকে আজ রাতেই তাদের সচল করতে হবে।'
এবি