এইমাত্র
  • পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার লন্ডনযাত্রা
  • ববি ছাত্রদলের প্রথম কাউন্সিল: তিন পদে লড়বেন ১০ প্রার্থী
  • এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, বিলম্ব হচ্ছে খালেদা জিয়ার লন্ডন গমন
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • হঠাৎ বদলির আদেশ, রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • দেশের উদ্দেশে লন্ডন বিমানবন্দরে জুবাইদা রহমান
  • আন্দোলনরত প্রাথমিকের ৪২ শিক্ষক নেতাকে অন্য জেলায় বদলি
  • এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বিত, আগামীকাল দেশে আসছেন জুবাইদা রহমান
  • অল দ্য প্রেসিডেন্টস মেন: পুতিনকে ঘিরে থাকে যে ‘ছায়াবাহিনী’
  • সুরঙ্গে আটকা ৪০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    দিল্লিতে পুতিন থাকবেন প্রেসিডেন্সিয়াল স্যুটে, জেনে নিন প্রতি রাতের খরচ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম

    দিল্লিতে পুতিন থাকবেন প্রেসিডেন্সিয়াল স্যুটে, জেনে নিন প্রতি রাতের খরচ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুই দিনের সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাবেন। তার এই উচ্চমাত্রার সফরে রাজধানী নয়াদিল্লির অভিজাত হোটেল আইটিসি মৌর্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার আগমনের আগেই হোটেলটি কঠোর নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে।

    বিকেল ৪টা ৩০ মিনিটে দিল্লিতে অবতরণের কথা রয়েছে পুতিনের। এর আগেই তার পূর্ণাঙ্গ নিরাপত্তা বহর হোটেলে পৌঁছে গেছে। পুরো হোটেলজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি, সব কক্ষ বুকিং, করিডোর ব্যারিকেড এবং প্রবেশপথে কড়া তল্লাশি চালু করা হয়েছে। একাধিক নিরাপত্তা সংস্থা সেখানে গ্রিড ব্যবস্থা, অ্যাক্সেস কন্ট্রোল এবং দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করেছে, যাতে সফরটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।

    চাণক্য স্যুটে পুতিনের রাজকীয় অবস্থান

    ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পুতিন আইটিসি মৌর্যের সবচেয়ে বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুট ‘চাণক্য স্যুট’-এ অবস্থান করবেন, যা প্রায়শই সমানভাবে বিলাসবহুল চন্দ্রগুপ্ত স্যুটের সাথে তুলনা করা হয়।

    ৪ হাজার ৬০০ বর্গফুট আয়তনের এই স্যুট অতীতে বহু বিশ্বনেতার আতিথেয়তায় ব্যবহার হয়েছে। হোটেলটিতে প্রতি রাতের ভাড়া ধরা হয়েছে আনুমানিক ৮ থেকে ১০ লাখ রুপি। স্যুটটির অন্দরসজ্জায় রয়েছে রাজকীয় আভিজাত্যের ছোঁয়া- সিল্ক প্যানেলযুক্ত দেয়াল, গাঢ় কাঠের মেঝে এবং অমূল্য শিল্পকর্ম। বিখ্যাত শিল্পী তৈয়ব মেহতার শিল্পকর্ম ও অর্থশাস্ত্র থেকে অনুপ্রাণিত চিত্রকলা এর শোভা বাড়িয়েছে।

    ডাইনিংও সাজানো হয়েছে সমান বিলাসীভাবে। ভিলেরয় অ্যান্ড বোশ-এর ক্রোকারি এবং ক্রিস্টাল ডি প্যারিসের গ্লাসওয়্যার ব্যবহৃত হয়েছে এতে।

    চাণক্য স্যুটের সুবিধাগুলির মধ্যে রয়েছে—

    ওয়াক-ইন ক্লোসেটসহ মাস্টার বেডরুম, ব্যক্তিগত স্টিম রুম এবং সউনা, সম্পূর্ণ সজ্জিত জিম, বড় রিসেপশন ও লিভিং এরিয়া, ১২ আসনের ডাইনিং রুম, আলাদা গেস্ট রুম, স্টাডি ও অফিস স্পেস, দিল্লির মনোরম দৃশ্য এবং নকশা করা হাতে খোদাই করা অভ্যন্তরীণ নকশা।

    স্যুটটির নকশায় প্রাচীন ভারতের রাজকীয় ঐতিহ্য এবং আধুনিক আরাম-আয়েশের মেলবন্ধন ঘটানো হয়েছে, যাতে রাষ্ট্রপ্রধানরা রাজকীয় মর্যাদা ও সম্পূর্ণ ব্যক্তিগত গোপনীয়তা একসঙ্গে উপভোগ করতে পারেন।

    আইটিসি মৌর্য: বিশ্বনেতাদের পছন্দের ঠিকানা

    চার দশকেরও বেশি সময় ধরে আইটিসি মৌর্য আন্তর্জাতিক নেতাদের প্রথম পছন্দ হিসেবে পরিচিত। নয়াদিল্লির বিলাসবহুল হোটেলের মানদণ্ড হিসেবে এটি প্রতিষ্ঠিত। হোটেলটিতে রয়েছে—মোট ৪১১টি কক্ষ, ২৬টি স্যুট, ৯টি খাদ্য ও পানীয় আউটলেট, ৫টি ব্যাংকুয়েট ও মিটিং ভেন্যু।

    হোটেলের বিলাসবহুল কক্ষ ও স্যুট

    এক্সিকিউটিভ ক্লাব: ২৬ বর্গমিটার আয়তনের এসব কক্ষে রয়েছে বাথটাব, ওভারহেড শাওয়ার এবং চা-কফির ব্যবস্থা, যা আধুনিক ভ্রমণকারীদের জন্য উপযুক্ত।

    এক্সিকিউটিভ ক্লাব এক্সক্লুসিভ: ব্যক্তিগত ব্লকে অবস্থিত ৩০ বর্গমিটারের এসব কক্ষে রয়েছে ডার্ক উড প্যানেলিং, নরম সজ্জা ও ওয়াক-ইন শাওয়ার।

    দ্য টাওয়ারস: ৪০ বর্গমিটারের এই নিরিবিলি অংশে আলাদা চেক-ইন ও চেক-আউট, সন্ধ্যার ককটেল ও বিলাসবহুল নাশতার ব্যবস্থা রয়েছে।

    আইটিসি ওয়ান: আইটিসি ওয়ান কক্ষগুলো প্রশস্ত এবং মার্জিত, শান্ত এবং বিলাসবহুল অনুভূতি প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিটি ৫৩ বর্গমিটার আয়তনের রুম অত্যাধুনিক সাজসজ্জা এবং উচ্চমানের সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত।

    ডিলাক্স স্যুট: ৪৫ থেকে ৫৯ বর্গমিটারের এই স্যুটগুলোতে মৌর্য যুগের আভিজাত্যে অনুপ্রাণিত। এতে রয়েছে দৈনিক নাস্তা, ফ্লোর বাটলার ও বিলাসিতা সময় উপভোগের ব্যবস্থা।

    লাক্সারি স্যুট: ৮৪ থেকে ১১৮ বর্গমিটারের এই স্যুটে রয়েছে প্রশস্ত লিভিংরুম, বেডরুম, ব্যক্তিগত বাটলার ও প্রতিদিনের নাস্তা, বিশ্বমানের আতিথেয়তার প্রতীক।

    নিরাপত্তা ও বিলাসের অনন্য সমন্বয়

    পুতিনের মতো উচ্চপর্যায়ের অতিথিদের জন্য আইটিসি মৌর্য শুধু বিলাস নয়, কার্যত একটি সুরক্ষিত দুর্গ। এর করিডোর, প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো কঠোর নজরদারিতে থাকে এবং দ্রুত প্রতিক্রিয়া দল সর্বদা প্রস্তুত থাকে।

    বিশ্বনেতাদের আতিথেয়তায় ঐতিহ্যের ইতিহাস

    দীর্ঘদিন ধরেই আইটিসি মৌর্য ভারতের আতিথেয়তা শিল্পে বিশ্বনেতাদের নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে পরিচিত। ঐতিহ্যবাহী স্থাপত্য, আধুনিক সুযোগ-সুবিধা ও অনন্য সেবার সমন্বয়ে এটি রাষ্ট্রপ্রধানদের জন্য আদর্শ আবাসস্থল।

    সূত্র: এনডিটিভি

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…