কিশোরগঞ্জের ভৈরবে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে সাড়ে ৬ বছরের শিশু যৌন হয়রানি শিকার হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে মসজিদের মুয়াজ্জিন পরিবারসহ পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে শিশুটির মা সাংবাদিকদের যৌন হয়রানির বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগটি উঠেছে পৌর শহরের গাছতলা ঘাট এলাকার সরকারি হাজি আসমত কলেজের পিছনে চাঁন মিয়া সরকারের বাড়ির বাইতুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস (৫৫) এর বিরুদ্ধে।
ভুক্তভোগী শিশুটির পৈতৃক বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামে। শিশুটির বাবা দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে গাছতলা ঘাট এলাকায় ভাড়ায় থাকছেন। জীবিকা তাগিদে শিশুটির বাবা ঢাকা কাজ করেন।
শিশুটির মা জানান, গত দুই দিন যাবৎ শিশুটি আরবি পড়তে বাড়ির পাশে মসজিদে যেতে চাচ্ছিলো না। এতে মায়ের সন্দেহ হলে শিশুটির মাধ্যমে জানতে পারে বেশ কয়েক দিন যাবৎ শিশুটিকে যৌন হয়রানি করছে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস।
পরে বিষয়টি শিশুটির বাবাকে জানালে তিনি ঢাকা থেকে বাড়ি এসে মসজিদ কমিটিকে বিষয়টি অবগত করেন। পরে মসজিদ কমিটির সদস্যরা ১৫ অক্টোবর সকালে মুয়াজ্জিনকে বিষয়টি জিজ্ঞাসা করতে গেলে মসজিদ ও বাসাটি তালাবদ্ধ পায়।
এদিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির মায়ের দাবি, আর যেন কোন শিশুর সাথে এমন ঘটনা না ঘটতে পারে, দ্রুত লম্পট মুয়াজ্জিনকে যেন আইনের আওতায় আনা হয়। তিনি মুয়াজ্জিন আব্দুল কুদ্দুসের বিচার দাবি জানান।
এদিকে শিশুটি যৌন হয়রানির বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানি। তিনি বলেন, 'বিষয়টি জানার পর পুলিশ তদারকি করছে।' যদিও এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরডি