এইমাত্র
  • বরিশালে ‘ধানের শীষ’র রিকশা র‌্যালি
  • আবারও রেকর্ডবুক তোলপাড় করলেন জোকোভিচ
  • সিদ্ধিরগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • মির্জাপুরে শিক্ষকদের কর্মবিরতি, ১৭০টি স্কুলে বন্ধ পাঠদান
  • তামিমের সেঞ্চুরিতে সিরিজ বাঁচাল যুবা টাইগারদের
  • বাঘায় কলেজছাত্রীর আত্মহত্যা
  • চুয়াডাঙ্গায় ৪০০ বস্তা সার জব্দ
  • গার্দিওলার ১০০০ ছোঁয়ার ম্যাচ
  • ঢাকা-১০ আসনে ভোটার হয়ে নির্বাচন করার ঘোষণা উপদেষ্টা আসিফের
  • বেনাপোল স্থলবন্দরে অগ্নি নির্বাপন মহড়া
  • আজ রবিবার, ২৫ কার্তিক, ১৪৩২ | ৯ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দুস্থদের বরাদ্দকৃত দুম্বার গোশত নিজে নিয়ে সমালোচনায় বিএনপি নেতা

    কামরুল হাসান, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৭:০১ পিএম
    কামরুল হাসান, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৭:০১ পিএম

    দুস্থদের বরাদ্দকৃত দুম্বার গোশত নিজে নিয়ে সমালোচনায় বিএনপি নেতা

    কামরুল হাসান, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৭:০১ পিএম

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সৌদি আরব থেকে আসা দুস্থদের জন্য আসা কোরবানীর দুম্বার গোশতের কার্টন বাগিয়ে নিয়ে আবারও সমালোচনায় পড়লেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনাটি ঘটে।

    জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলায় দুস্থদের জন্য ২২টি দুম্বার গোশতের কার্টুন বরাদ্দ আসে। এসব গোশতের কার্টুন ১৭টি এতিম খানায় ২১কার্টুন বিতরণ করা হয়। অপর কার্টুনটি বিএনপি নেতা নুরুল আলম সিকদার তার নিজ এলাকা মধ্য মুছাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নামে নিজে স্বাক্ষর দিয়ে নিয়ে যান। কার্টুনটিতে ৩ কেজি ১শ গ্রাম ওজনের ১০প্যাকেটের ৩০ কেজি ওজনের দুম্বার গোশত ছিল।

    এদিকে মধ্য মুছাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল হালিম সোহেল এ ধরনের কোন কোরবানির পশুর গোশত পাননি বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

    তবে সংগঠনটির সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন জানান, তাকে ওই দিন দুপুরের পর দু’প্যাকেট দুম্বার গোশত বিএনপি নেতা নুরুল আলম সিকদার পৌছে দিয়ে বলেন, ‘তোমার লোকজনদের রান্না করে খাওয়াও’।

    এই বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল হালিম সোহেল জানান, ‘বিষয়টি বুধবার সকালে আমি জেনেছি। রাতে (বুধবার) দুম্বার গোশত রুটি দিয়ে খাওয়া হবে বলে আমাকেও দাওয়াত করা হয়েছে।’

    এবিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা নুরুল আলম সিকদার দাবী করে বলেন, মধ্য মুছাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামায়াতে ইসলামী সমর্থিত সংগঠন নয়। সংগঠনটির আমি উপদেষ্টা এবং সংগঠনটির অফিসের সামনের দোকানদার হারুনের কাছে দু’প্যাকেট গোশত রাখা হয়েছে। তবে এ কার্টুনের গোশতের প্যাকেট বিএনপি-জামায়াতের একাধিক নেতা নিয়েছেন বলেও তিনি দাবী করেন।

    এসব বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, ‘নুরুল আলম সিকদার মধ্য মুছাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নামে ১০প্যাকেটের দুম্বার গোশতের কার্টুনটি নিজ স্বাক্ষর দিয়ে গ্রহণ করেছেন। রাজনৈতিক দলের নেতাদের দুস্থদের জন্য বরাদ্দকৃত দুম্বার গোশত নেয়ার বিষয়ে খোঁজ খবর নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…