নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজোয়ান হোসেন (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। আটক আসামি উপজেলার কালুপাড়া এলাকার ইয়াসিন হোসেনের ছেলে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৯ অক্টোবর ২০২৫ তারিখ কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কালুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামিকে আটক করতে সক্ষম হয় বিজিবি। পরে আটক চোরাকারবারীকে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, যার মামলা নং-০৩, তারিখ ২৯ অক্টোবর ২০২৫।
এসআর