রাজধানী ঢাকার মিরপুরের দারুসসালাম এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৫ ভরি সোনা ও ব্যবসার জন্য রাখা ৩২ লক্ষ টাকা চুরির ঘটনায় দায়ের করা মামলায় ভোলা থেকে ৩ আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৮)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মামলার এজাহার নামীয় ৮ নম্বর আসামী মো. হোসেন সোহান (৩৩) এবং তার সহযোগী বকুল (৫৬) ও কুলসুম বিবি (৫০)।
এর আগে, গেল ১৯ অক্টোবর সকালে রাজধানী ঢাকার মিরপুর মাজার রোডের দারুসসালাম এলাকায় ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহর বাড়ি শাহেদ ভিলায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এসময় ওই ব্যবসায়ীর স্ত্রী শাহেদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর বাসায় থাকা ১০৫ ভরি সোনা ও নগদ ৩২ লক্ষ পাঁচ হাজার টাকা চুরি করে হাতিয়ে নেয়।
এরপর ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে দারুসসালাম থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
পরে ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করলে ব্যাপক তোলপাড় হয়। এরপর ঢাকা র্যাব-৪ এর একটি টিম অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামী বিল্লাল হোসেনকে সদরঘাট থেকে গ্রেফতার করে। গ্রেফতার বিল্লাল ও হোসেন সোহান আপন দুই ভাই।
র্যাব জানায়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় ৮ নম্বর আসামীকে গ্রেফতার করে র্যাব-৮। এসময় চুরি হওয়া মালামালের ১ ভরি ১০ আনা ১ রতি ৪ পয়েন্ট স্বর্ণালংকার, ৮ ভরি ২ আনা ৪ রতি সিটি গোল্ড ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের সহযোগিতা করার দায়ে বকুল বেগম ও কুলসুম বেগম নামের দু'জনকে গ্রেফতার করা হয়।
এনআই