জেলার তাড়াশ উপজেলায় শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা থেকে শনিবার (০১ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত গড়ে ১৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
তাড়াশ পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,
শনিবার (০১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রংপুরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে সর্বোচ্চ ১৬২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশে তেঁতুলিয়ার রেকর্ড ভেঙে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।
শুক্রবার রাত থেকে বৃষ্টি হওয়ায় শনিবার সকালে রাস্তায় মানুষের উপস্থিতি ছিল কম। যানবাহনের সংখ্যাও ছিল সীমিত পরিমাণ। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, শনিবার সকাল ৬টা পর্যন্ত তেঁতুলিয়াতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ছিল। তবে দুপুর ১২টায় পরিমাপ করে তাড়াশে সর্বোচ্চ ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে, যা সারাদেশে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃষ্টি।
এসআর