এইমাত্র
  • ৩২ বলে সেঞ্চুরি করলেন ভারতের সূর্যবংশী
  • বিশ্বকাপে ক্রোয়েশিয়া, টিকিট অনিশ্চিত জার্মানির
  • টাইব্রেকারে হেরে বিদায় আর্জেন্টিনার
  • ঢাকায় শীতের আমেজ, সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস
  • আখতার হোসেন টাকা খেয়ে পিপি নিয়োগ দিয়েছেন: মুনতাসির মাহমুদ
  • আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম শুরু
  • ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার তীর্থস্থান হবে
  • মেসি-মার্তিনেজের গোলে বছরের শেষ ম্যাচে জয় পেল আর্জেন্টিনা
  • ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে থানায় বিস্ফোরণে সাতজন নিহত
  • ত্রিভুজ প্রেমের বলি আশরাফুল: বন্ধুর হাতে খুন, মরদেহ করা হয় ২৬ টুকরো
  • আজ শনিবার, ১ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    টাঙ্গাইলে দিনভর টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম

    টাঙ্গাইলে দিনভর টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম

    টাঙ্গাইল জেলায় দিনভর টানা বর্ষণে জনজীবন প্রায় থমকে গেছে। শনিবার (১ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি থেমে থেমে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকায় শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের ঘরবাড়ি, দোকানপাট ও সড়কপথে জমেছে হাঁটুসমান পানি।

    শহরের নতুন বাসস্ট্যান্ড, বেবী স্ট্যান্ড, নিরালা মোড়, ছয়আনি বাজার, আদালতপাড়া সহ শহরতলী এলাকায় বৃষ্টির পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়। রিকশা ও মোটরসাইকেল চালকরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক দোকানদার সকাল থেকেই দোকানের সামনে প্লাস্টিক ও বালির বস্তা ফেলে পানি ঠেকানোর চেষ্টা করেন। অনেকে দোকানপাট বন্ধ রেখে বাসা-বাড়িতে অবস্থান করছেন।

    স্থানীয়দের অভিযোগ, শহরের অনেক ড্রেন দীর্ঘদিন ধরে পরিষ্কার না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশনে সমস্যা হয়। টাঙ্গাইলের আশপাশের গ্রামীণ সড়কগুলোর অবস্থা আরও নাজুক। কালিহাতী, ঘাটাইল, গোপালপুর ও বাসাইল উপজেলার বিভিন্ন এলাকার কাঁচা রাস্তাগুলো বৃষ্টির পানিতে কর্দমাক্ত হয়ে পড়েছে। চাষিরা মাঠে যেতে পারছেন না, শীতকালীন সবজি সহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা সৃষ্টি হয়েছে।

    স্থানীয় বাসিন্দা রহমত আলী, কায়ছার হোসেন, আজিজুল হক, নাজমুল হুদা সহ অনেকেই জানান, অনেক দিন পর তারা এমন টানা বৃষ্টি দেখলেন। ঘর থেকে বের হওয়াই কষ্টকর হয়ে পড়েছে। বাজারে যেতেও সমস্যা হচ্ছে। অন্যদিকে, টানা বৃষ্টির কারণে জেলার বংশাই নদীতে গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বলে পাউবো সূত্র নিশ্চিত করেছে।

    টাঙ্গাইল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং এ ধারা আগামী আরো ২-১ দিন থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

    এদিকে, জেলা শহরের ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা নতুন করে সামনে এসেছে। টাঙ্গাইল আবহাওয়া অফিসের ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, নিম্ন চাপের প্রভাবে সকাল থেকে টাঙ্গাইলে টানা বৃষ্টিপাত হচ্ছে। বিকাল ৩টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। জেলায় বাতাসের আর্দ্রতা সব সময় ৯০ থেকে ৯১ শতাংশে উঠানামা করছে। আগামী ২-১ দিন এ ধারা অব্যাহত থাকতে পারে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…