এইমাত্র
  • রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার
  • অবসর নেওয়ার আগে দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান সাকিব
  • থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত
  • প্রাথমিকের ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন গণশিক্ষা উপদেষ্টা
  • চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া
  • পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত
  • বিজয় দিবস উদযাপনে ভারতে যাবেন ৮ মুক্তিযোদ্ধা
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বরিশালে ৫ম দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

    বরিশালে ৫ম দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

    বরিশালে ৫ম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অপসো স্যালাইন লিমিটেডে চাকরি হারানো পাঁচ শতাধিক শ্রমিক। শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান করছেন এবং সড়ক অবরোধ করেছেন।

    জানা গেছে, গত বুধবার (২৮ অক্টোবর) দুপুর দুই টার দিকে প্রত্যেকে ডাকযোগে শ্রমিককে চাকুরি থেকে অবসানের নোটিশ দেয় অপসো স্যালাইন লিমিটেড। এরপর থেকেই কোম্পানিটির শ্রমিকরা চাকরি পুনরায় ফেরত পাওয়ার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ শুরু করে।

    এদিকে কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভের পরও তাদের দাবি মানার বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ তাদের সাথে কোন যোগাযোগ করেনি। ফলে পঞ্চম দিনের মত আজ রোববারও সড়ক অবরোধ ও বিক্ষোভ অব্যাহত রাখে তারা।

    শ্রমিকরা জানান, তিন দিনের ছুটি দিয়ে কোম্পানী থেকে তাদের চাকরি অবসানের নোটিশ দেয়া হয়। গত ২৮ অক্টোবর থেকে তারা বিক্ষোভ করলেও কোম্পানির কতৃপক্ষ তাদের সাথে কোন যোগাযোগ করেনি। বাধ্য হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। চাকুরি ফিরে না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেন।

    অপসো স্যালাইন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রাকিব মিয়া বলেন, অনেক শ্রমিক আছেন ৩০ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন। এর মধ্যে অনেকের দুই এক বছর আগেও চাকুরী স্থায়ীকরণ হয়েছে। অথচ শ্রম আইন না মেনে তাদের চাকরিচ্যুত করা হয়। মালিকপক্ষসহ স্থানীয় প্রশাসনে ইউনিয়নের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সৃষ্ট সমস্যা সমাধানে মালিকপক্ষকে ইউনিয়নের সঙ্গে বসতে হবে। অন্যথায় শ্রমিকরা কাজে যোগ দেবেন না।

    এ বিষয়ে জানতে অপসো স্যালাইনের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…