বাংলাদেশ সময় বিকেল ৩টায় হওয়ার কথা ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার নারী বিশ্বকাপ ফাইনালের টস। তবে নাবি মুম্বাইয়ে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। এমনকি বিকেল সাড়ে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পেরিয়ে গেলেও মাঠে নামতে পারেনি দুই দল।
বৃষ্টি ম্যাচের জন্য অপেক্ষা করা খেলোয়াড় ও সমর্থকদের ধৈর্য পরীক্ষা করছে। এমন পরিস্থিতিতে উদ্ভূত প্রশ্নগুলো হলো, কখন থেকে ওভার-কাটার কাজ শুরু হবে? ফলের জন্য কত ওভার খেলতে হবে? আজ খেলা না হলে কি হবে? রিজার্ভ ডে কি আছে? রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি থাকে?
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩৮ মিনিট থেকে। ফল নিশ্চিত করতে দু’দলকে সর্বনিম্ন ২০ ওভার খেলতে হবে। আজ যদি ২০ ওভার খেলা সম্ভব না হয়, ম্যাচ স্থগিত হয়ে যাবে রিজার্ভ ডে’তে।
আইসিসি এই টুর্নামেন্টে শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে বরাদ্দ করেছে। গ্রুপপর্বে মোট ছয়টি ম্যাচ ইতিমধ্যে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আইসিসির প্লেয়িং কন্ডিশনে বলা হয়েছে, ‘সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে বরাদ্দ করা হয়েছে। অসম্পূর্ণ ম্যাচ রিজার্ভ ডেতে সম্পূর্ণ করতে হবে। অন্য কোনো ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকবে না।’
রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি হয় এবং ২০ ওভার খেলা সম্ভব না হয়, তবে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।
আরডি