ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে বোর্নমাউথকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে পাঁচ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গার্দিওলার দল।
রোববার (২ নভেম্বর) নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে মুখোমুখি হয় টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নরা। শুরু থেকেই পরিকল্পিত আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে সিটি। ম্যাচের ১৭তম মিনিটে হালান্ডের গোলেই লিড নেয় স্বাগতিকরা। তবে মাত্র আট মিনিট পরই বোর্নমাউথের অ্যাডামস সমতার গোল করেন।
এরপর ম্যাচের ৩৩তম মিনিটে আবারও ঝলক দেখান হালান্ড। তার দ্বিতীয় গোলেই আবার এগিয়ে যায় ম্যানসিটি। ইপিএলের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে ঘরের মাঠে টানা চার ম্যাচে দুই বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন এই নরওয়েজিয়ান। ১০ ম্যাচে ১৩ গোল করে এবারের লিগের সর্বোচ্চ গোলদাতাও হালান্ড। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলা বজায় রাখে সিটিজেনরা। ম্যাচের ৬০তম মিনিটে নিকো ও’রাইলির গোলে ব্যবধান বাড়ায় তারা। পরবর্তীতে বোর্নমাউথ ম্যাচে ফিরতে চেষ্টা করলেও সিটির রক্ষণভাগের সামনে তারা আর গোল খুঁজে পায়নি। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার দল।
বর্তমানে ১০ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ১৯। অন্যদিকে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল।
আরডি