ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সেকান্দার আলী।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের কনফারেন্স রুমে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। একই সময়ে সদ্য সাবেক ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীকে বিদায় দেওয়া হয়।
আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি-সহ অন্য শিক্ষকবৃন্দ।
নবনিযুক্ত ডিন ড. সেকান্দার আলী বলেন, ‘প্রতিষ্ঠাকালীন সময়ে থিওলজি অনুষদের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো সেটা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। নিয়মিত রেজাল্ট দেয়া, লেখাপড়ার মান বৃদ্ধি এবং নকল প্রতিরোধে ব্যবস্থা নিব। আমি সৌদি আরবে ৭ বছর এবং পাকিস্তানে ৩ বছর সহ বিদেশে ১২ বছর পড়াশোনা করেছি। ওআইসি-সহ অনেক দেশে স্কলারশিপ দেওয়া হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী আকৃষ্ট করার চেষ্টা করব তাহলে বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।
এসময় প্রধান অতিথি নবনিযুক্ত ডিনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করতে উৎসাহিত করেন। এছাড়া গবেষণা ক্ষেত্র সমৃদ্ধি করার জন্য কাজ করতে নির্দেশনা দেন তিনি।
এসআর