এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চতুর্থবারের মতো মাঠে ভরসা বিএনপির সরওয়ার জামাল নিজাম

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

    চতুর্থবারের মতো মাঠে ভরসা বিএনপির সরওয়ার জামাল নিজাম

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আবারও মনোনয়ন পেয়েছেন দলের অভিজ্ঞ রাজনীতিক ও তিনবারের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

    সোমবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণাকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

    সরওয়ার জামাল নিজাম এই আসনে বিএনপির হয়ে চতুর্থবারের মতো নির্বাচনী লড়াইয়ে নামছেন।

    দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে সাংগঠনিকভাবে সক্রিয়, অভিজ্ঞ ও জনভিত্তি শক্ত এমন নেতাদের অগ্রাধিকার দিয়ে মনোনয়ন দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় আনোয়ারা ও কর্ণফুলীতে দীর্ঘদিন ধরে দলের রাজনীতি শক্ত হাতে ধরে রাখা সরওয়ার জামাল নিজামের নাম চূড়ান্ত করা হয়েছে।

    তিনি এর আগে চট্টগ্রাম-১২ আসনে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালের ষষ্ঠ, একই বছরের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ সালের নবম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন তিনি।

    মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে আনোয়ারা ও কর্ণফুলীর বিভিন্ন ইউনিয়নে দলীয় ব্যানার-পোস্টার টানানো শুরু করেছেন কর্মীরা। সরওয়ার জামাল নিজামের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

    এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে সরওয়ার জামাল নিজাম বলেন, এই আসন আমার জন্মভূমি, এখানকার মানুষই আমার শক্তি। দল আমাকে মূল্যায়ন করেছে। আমি জনগনের হয়ে কাজ করতে চাই এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচন হবে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসনটি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে পরিণত হতে যাচ্ছে। বিএনপির হয়ে মাঠে নামছেন অভিজ্ঞ রাজনীতিক সরওয়ার জামাল নিজাম। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মাহমুদুল হাসান। ফলে ভোটারদের আগ্রহ, জল্পনা ও প্রতিযোগিতা, সবকিছুই এখন চরম পর্যায়ে।

    চট্টগ্রাম-১৩ আসনটি আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় তিন লাখ ৯০ হাজার।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…