এইমাত্র
  • রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার
  • অবসর নেওয়ার আগে দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান সাকিব
  • থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত
  • প্রাথমিকের ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন গণশিক্ষা উপদেষ্টা
  • চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া
  • পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত
  • বিজয় দিবস উদযাপনে ভারতে যাবেন ৮ মুক্তিযোদ্ধা
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    খালেদা জিয়ার সম্মানে হয়তো আমরা আসন ছেড়ে দেব: নাহিদ ইসলাম

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০২:১৭ পিএম

    খালেদা জিয়ার সম্মানে হয়তো আমরা আসন ছেড়ে দেব: নাহিদ ইসলাম

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০২:১৭ পিএম

    আগামী ত্রয়োদশ নির্বাচনে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের নির্বাচনী এলাকার ৩০০ টি আসনেই আমরা প্রার্থী দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। তবে আমরা খালেদা জিয়া ও নাসির উদ্দিন পাটোয়ারী যারা ফ্যাসিবাদ বিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কথা বলেছেন তাদের সম্মানে হয়তো সেই আসনগুলো ছেড়ে দেব।

    বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের গোদনাইল এলাকায় একাধিক স্প্লিন্টারের আঘাতে নিহত জুলাই যোদ্ধা শহীদ গাজী সালাউদ্দিন এর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে এসে বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    তিনি আরও বলেন, আমরা দেখেছি বিগত নির্বাচনে যাদের টাকা আছে যারা গডফাদার গিরি করে তারা প্রার্থী হয়। আমরা এই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। আমরা মূলত চাই যারা এলাকার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের গ্রহণ যোগ্যতা রয়েছে যেমন ইমাম শিক্ষক তাদেরকে সংসদে এমপি হিসেবে দেখতে চাই।

    নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সংস্কৃতি। আমরা এখন পর্যন্ত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। তবে জুলাই সনদের ব্যাপারে যেসব দলের সংহতি রয়েছে তাদের সাথে ভবিষ্যতে আমরা জোটের বিষয়ে বিবেচনা করব। তবে এখন পর্যন্ত আমরা এককভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।

    নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত বিষয়ে তিনি বলেন, এই নভেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে আমরা প্রাথমিকভাবে একটি প্রার্থীর তালিকা ঘোষণা করব।

    জুলাই যোদ্ধাদের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী ডামাডোলে আহত জুলাই যোদ্ধাদের কোন ভাবে ভুলে যাওয়া যাবে না। তাদেরকে পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

    তিনি বলেন, অনেক জুলাই যোদ্ধা যাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু তাদের দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজন রয়েছে। সেই চিকিৎসা দেওয়া না করা গেলে জুলাই যোদ্ধাদের প্রকৃত মূল্যায়ন হবে না। এর আগে জুলাইযোদ্ধা গাজী সালাউদ্দিন ২০২৪ এর আন্দোলনের সময় একাধিক স্প্লিন্টারের আঘাতে আহত হন এবং দীর্ঘদিন অসুস্থ থেকে ২৬শে অক্টোবর মারা যান।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদ সহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…