নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষার মান উন্নয়ন ও অংশীজনদের প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষা বিস্তারে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ভাষাগত প্রতিবন্ধকতা, সামাজিক বৈষম্য ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর না হলে শিক্ষা ব্যবস্থায় তাদের পূর্ণ অংশগ্রহণ সম্ভব নয়।
বুধবার (৫ নভেম্বর) নেত্রকোনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা পাবলিক হলে এ মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সেরা। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নৃ-গোষ্ঠীর শিশুরা যেন সমান সুযোগ পায় মানসম্মত শিক্ষা ও বিকাশের - সেই পরিবেশ তৈরিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শহীদুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম।
ইখা