ঝিনাইদহের মহেশপুরে শাওন হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে অভিমান করে শাওন নিজের ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত শাওন হোসেন ওই গ্রামের শাহীন হোসেনের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআর