এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নিখোঁজের ১২ বছর পর ঘরে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের আমিরুল

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

    নিখোঁজের ১২ বছর পর ঘরে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের আমিরুল

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

    ১২ বছর আগে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন বাবাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে যান আমিরুল ইসলাম। তখন তার বয়স ৪০ বছর। যুবক থাকাবস্থায় মাথায় আঘাত পাওয়ার কারণে মাঝে মধ্যেই ভুলে যাওয়ার অভ্যাস ছিল তার। বাড়ী থেকে বের হওয়ার পর সেই যে রাস্তা ভুলে গিয়েছিলেন, আর ফিরেননি।

    দীর্ঘ ১২ বছর তাকে খোঁজাখুঁজির কমতি রাখেনি বড় ভাই আনসারুল ইসলাম। পত্রিকায় বিজ্ঞাপন, থানায় জিডি এমনকি স্থানীয় ক্যাবল টিভিতেও ভাইয়ের ছবি দেখিয়ে খোঁজার চেষ্টা করেছেন তিনি। তবে খোঁজ মেলে নি তার।

    অবশেষে ভাইয়ের খোঁজ পেয়েছেন আনসারুল ইসলাম। বুধবার (৫ নভেম্বর) সকালে তিনি গ্রামের বাড়ীতে নিয়ে এসেছেন তাঁর নিখোঁজ ভাইকে। দীর্ঘদিন পর ভাইকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা ভাই-বোন ও প্রতিবেশীরা।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের মাহৎপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা পেষু মোহাম্মদের ছেলে আমিনুল ইসলাম (৫২)। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে রংপুর মেডিকেলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন তিনি। গত ২ নভেম্বর ফেসবুকের ভিডিও দেখে জানতে পারেন মেহেরপুরে জেলার সদর উপজেলার মনিরামপুর এলাকায় তার ভাই আছেন। মোবাইলে যোগাযোগ করে সেখান থেকে তাকে বাড়ীতে নিয়ে এসেছেন তিনি।

    বড়ভাই আনসারুল ইসলাম জানান, ‘দিনাজপুরে গাড়ী মেরামতের কাজ করতো আনসারুল। সেখানে তার ওস্তাদ মাথায় রেঞ্জ দিয়ে বাড়ী দিলে আঘাত পায়। এরপর থেকে মাঝে মধ্যেই ভুলে যাওয়ার অভ্যাস ছিল। পরে বাড়ীতে ফিরে কৃষি কাজে করছিল সে। বিয়েও দিয়েছিলাম, কিন্তু স্ত্রী সুন্দরী হওয়ায় ছয় মাস পর সহজ-সরল ভাইটাকে রেখে চলে যায়। ২০১৩ সালে বাবাকে নিয়ে রংপুরে চিকিৎসাধীন ছিলাম দেড়মাস। বাবাকে দেখতে বেরিয়ে নিখোঁজ হয় সে। খুজে পাওয়া যায়নি।’

    ভাইকে পাওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি আরও জানান, ‘যখন মেহেরপুরে ১২ বছর পর আমার সামনে আমিরুলকে আনা হলো, বলা হলো কে এই লোক, চিনো? এক থেকে দেড় মিনিট পর ভাই বলে চিৎকার দিয়ে বুকে ঝাপিয়ে পড়লো। এতদিন পর ভাইকে দেখা, মুখে ভাই ডাক শোনার যে, কি আনন্দ এটা মুখে বলে বোঝানো সম্ভব নয়।’

    স্বজনরা জানান, ‘নিখোঁজের পর বেচেই ছিলেন তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা পেষু মোহাম্মদ। তিনিও ছেলেকে খুঁজতেন। চলতি বছরের জানুয়ারি মাসের ৪ তারিখে মারা যান তিনি। তবে বাড়ীতে ফেরা আমিরুল ইসলামকে এখনো বাবার মৃত্যুর খবর জানানো হয়নি। শারীরকি ভাবে অসুস্থ, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

    এদিকে তার বাড়ীতে ফেরার খবরে এক নজর দেখতে ছুটে আসছে শত শত মানুষ। ছোট ভাইকে খোঁজার জন্য বড় ভাইয়ের চেষ্টার প্রশংসা করছেন অনেকেই।

    আমিরুলের ভাতিজা রনি ইসলাম। পঞ্চগড় জেলায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছেন। তিনি জানান, ‘চাচা বাড়ীতে এখনও ছোট রনিকে খুজছেন। আমি যে বার বার বলছি আমি সেই ছোট রনি। সেটা উনি মানতে নারাজ।’

    প্রতিবেশীরা বলছেন, ‘ছোট বেলা থেকে আমিরুল ইসলাম সহ তার অন্য দুই ভাই এবং ৩ বোনকে বাবার মত স্নেহ আদর করে বড় করেছেন বড় ভাই আনসারুল ইসলাম। ভাই হারানোর পর তিনি সব সময় আফসোস করতেন, মন খারাপ থাকতো। ভাই ফেরার পর থেকে তাকে হাস্যোজ্জল মনে হচ্ছে।’

    বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হোদা জানান, ‘নিখোঁজ আমিরুল ফেরার খবর থানায় অবগত করেনি তার ভাই। তারা অবগত না করলে আমরা খোঁজ খবর নিবো। তবে এটা ভালো খবর যে, পরিবারটি দীর্ঘদিন পর তার স্বজনকে খুজে পেয়েছে।’

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…