এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় মির্জা ফখরুলের গভীর উদ্বেগ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

    এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় মির্জা ফখরুলের গভীর উদ্বেগ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

    গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজনকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এই নিন্দা ও উদ্বেগ জানান তিনি।

    ফখরুল বলেন, এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

    এদিন বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম পাঁচলাইশের হামজারবাগ এলাকায় গণসযোগ করছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এসময় দুর্বৃত্তের গুলিতে এরশাসহ তিনজন গুলিবিদ্ধ হন।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার পর এরশাদ উল্লাহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ করছিলেন। হঠাৎ করেই মুখোশধারী একদল অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলে এসে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং তার সঙ্গে থাকা আরও অন্তত দুজন কর্মী আহত হন।

    গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান উরুতে গুলি লেগেছে, তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

    হামলার খবর পেয়ে নগরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিএনপির নেতাকর্মীরা এটিকে ‘নির্বাচনী সন্ত্রাসের নগ্ন বহিঃপ্রকাশ’ হিসেবে উল্লেখ করে ঘটনার নিন্দা জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, নির্বাচনী মাঠে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতেই এ হামলা চালানো হয়েছে।

    এদিকে, কে বা কারা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনাস্থল ঘিরে পুলিশ তল্লাশি চালাচ্ছে। বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, “হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…