আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে রোববার (৭ ডিসেম্বর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় নির্বাচন আইন ও প্রযোজ্য রীতির আলোকে তফসিল পূর্ব ও তফসিল উত্তর কার্যক্রম, গণভোট আয়োজন এবং নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা আলোচনা হবে। মাঠ পর্যায়ে সর্বোচ্চ সমন্বয়, মতবিনিময় এবং যোগাযোগ বাড়ানোর বিষয়ও সভার এজেন্ডায় রয়েছে।
এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিষয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন পদ্ধতি পর্যালোচনা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) নির্ধারণের বিষয়ও আলোচনার অন্তর্ভুক্ত।
রোববারের সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কেন্দ্র ব্যবস্থাপনা, এবং ২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোট থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে মাঠ পর্যায়ের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তফসিল অবিলম্বে ঘোষণা না করার অনুরোধ করেছে। এর বিপরীতে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপি তফসিলের বিষয়ে ইসিকে অনড় থাকার পরামর্শ দিয়েছে।
আরডি