পাকিস্তানের সিন্ধু প্রদেশের থারপারকার জেলার নাগরপারকার এলাকায় বানরের দাপটে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এলাকাবাসীর দাবি, বানরগুলো সীমান্ত পেরিয়ে ভারত থেকে প্রবেশ করেছে। বানরগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরানোর দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়রা জানান, দু’টি বানর কয়েক দিন ধরে শহরজুড়ে লাফালাফি করছে এবং সবজি ও ফল বিক্রেতাদের কাজকর্মে বিঘ্ন ঘটাচ্ছে। প্রতিবছর শীতকাল এলে একইভাবে বানরগুলো শহরে ঢুকে পড়ে। তাই এলাকার মানুষ বন্যপ্রাণী বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রাণীগুলো আটক করে নিরাপদ স্থানে সরানোর জন্য ব্যবস্থা নিতে।
এই ঘটনা সীমান্তবর্তী অঞ্চলের প্রাণীদের ওপর উত্তেজনার প্রভাবকেও তুলে ধরে। সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তীব্র হওয়ায় নিরীহ প্রাণীরাও প্রভাবিত হচ্ছে। গত অক্টোবরে ভারতীয় বাহিনী থারপারকার জেলার জিরো পয়েন্ট স্থলবন্দর এলাকায় ছাগল হত্যা এবং আহত করার ঘটনা ঘটিয়েছিল। স্থানীয় পশুপালকরা তা ‘নির্মম আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছিলেন। ওই ঘটনায় কমপক্ষে পাঁচটি ছাগল মারা যায় এবং ১৫টির পা ভেঙে দেওয়া হয়।
সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা এবং প্রাণীদের ওপর এই প্রভাব স্থানীয়দের জীবনে উদ্বেগ বাড়িয়েছে। চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান সীমান্তে এক চোট যুদ্ধও ঘটেছিল, যা সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাত্রায় আতঙ্ক সৃষ্টি করেছে।
আরডি